উত্তরপ্রদেশে কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ রাজ বব্বরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2018 12:23 PM (IST)
লখনউ: উত্তরপ্রদেশে কংগ্রেস সভাপতির পদ থেকে বুধবার পদত্যাগ করলেন রাজ বব্বর, খবর দলীয় সূত্রে। সূত্রের খবর, উত্তরপ্রদেশে সম্প্রতি হওয়া লোকসভা উপনির্বাচনে গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্রে কংগ্রেস যেভাবে ধাক্কা খেয়েছে, তার জেরেই কংগ্রেস সভাপতির এই পদত্যাগ সিদ্ধান্ত। রাজ্যের রাজনীতিতে এই দুটো আসনেরই বিশাল গুরুত্ব রয়েছে। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর সরকার গঠনের জন্যে ওই আসনটি ছেড়ে দেন যোগী আদিত্যনাথ। এদিকে ফুলপুর আসনটিও খালি হয়ে যায়, কারণ, কেশব প্রসাদ মৌর্য উপমুখ্যমন্ত্রী হয়ে যান। ওই দুটি আসনেই সম্প্রতি উপনির্বাচন হয়। রাজ বব্বরের আগে, গোয়া কংগ্রেস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন শান্তারাম নায়েক।