জয়পুর: রসুন সবজি না মশলা? এক জনস্বার্থ মামলার শুনানিতে রাজস্থান হাইকোর্ট এই প্রশ্ন রেখেছে বসুন্ধরা রাজে সরকারের কাছে। রসুনকে মশলা হিসেবে বিক্রি করা হলে তার ওপর জিএসটি বসা উচিত কিনা তাও জানতে চেয়েছে আদালত। এ সপ্তাহেই রাজ্য সরকারের জবাব দেওয়ার কথা। যোধপুরের ভাড়ভাসিয়ার আলু, পেঁয়াজ, রসুন বিক্রেতা সংঘ এই জনস্বার্থ মামলাটি করেছে। আদালত জানতে চেয়েছে, রসুন তো সবজি, তাহলে কেন তা আনাজ বাজারে মশলা হিসেবে বিক্রি করছেন চাষীরা। সবজি বাজারে কেন এই ‘মশলা’ রসুন বিক্রি হচ্ছে। মামলা রুজু হলে অন্যান্য সবজি বিক্রেতা সংগঠনও এতে অংশীদার হতে চেয়ে আবেদন করেছে। রসুন যদি মশলা হিসেবে স্বীকৃতি পায়, তবে তার দাম বাড়বে, কারণ জিএসটি বসবে ২ শতাংশ। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বলেছেন, কৃষকদের সুবিধার্থেই সবজি বাজারে রসুন বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য কৃষকদের কোনও কর দিতে হয় না বলেও জানিয়েছেন তিনি।