মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি কংগ্রেস-মুক্ত ভারতের ডাক দিয়েছিল। আর এবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে মোদী-মুক্ত ভারতের ডাক দিলেন। মুম্বইয়ের শিবাজি পার্কে দলীয় জনসভায় তিনি বলেছেন, ‘নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের মিথ্যা প্রতিশ্রুতিতে দেশের মানুষ বিরক্ত। ২০১৯ সালের নির্বাচনে এনডিএ-কে ক্ষমতা থেকে সরিয়ে মোদী-মুক্ত ভারত গড়ে তোলার জন্য সব বিরোধী দলগুলির একজোট হওয়া উচিত। ভারত প্রথমবার স্বাধীনতা পেয়েছিল ১৯৪৭ সালে, দ্বিতীয়বার ১৯৯৭ সালে (জরুরি অবস্থার পর প্রথম নির্বাচনে)। ২০১৯-এ ভারত মোদী-মুক্ত হলে তৃতীয় স্বাধীনতা আসতে পারে।’
রাজ আরও বলেছেন, মোদী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর যদি নোট বাতিল নিয়ে তদন্ত হয়, তাহলে ১৯৪৭ সালের পর থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় দুর্নীতি প্রকাশ্যে চলে আসতে পারে।
অযোধ্যায় রামমন্দির নির্মাণের পক্ষে থাকলেও, এই বিষয়টিকে নির্বাচনী ইস্যু করার বিরোধী রাজ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি চলছে। সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার জন্য অদূর ভবিষ্যতে এ বিষয়ে ইচ্ছাকৃতভাবে আলোচনা করা হবে। রামমন্দির তৈরি করা উচিত। কিন্তু সমাজে বিভাজন এবং ভোটে জেতার জন্য এটিকে রাজনীতির বিষয় করে তোলা উচিত নয়।’
প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ করে রাজ বলেছেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মাধ্যমে দেশে কোনও বিনিয়োগ আসেনি। তাই মনে হচ্ছে, তিনি হয়তো পকোড়ার জন্য ময়দা আনতে বিদেশে গিয়েছিলেন।
মোদী-মুক্ত ভারতের ডাক রাজ ঠাকরের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Mar 2018 09:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -