নয়াদিল্লি: নমাজ পাঠের সময় লাউডস্পিকারের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। তাঁর মতে, নমাজ পড়ার জন্য লাউডস্পিকারের কোনও প্রয়োজন নেই। তাঁর প্রশ্ন, নমাজ তো ঘরেই পড়া যায়। রাস্তা বন্ধ করে পড়ার দরকার কী?


রাজ ঠাকরে বলেন, আমি আজ মহারাষ্ট্র তথা দেশের সকল মুসলিমদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, লাউডস্পিকারের প্রয়োজন কোথায়? সকালের আজানের জন্য কেন লাউডস্পিকার দরকার? কাকে শোনাতে চান? নমাজ পড়ার হলে ঘরে পড়ুন, রাস্তা কেন বন্ধ করতে হবে? সকলেরই উচিত নিজ নিজ দায়িত্ব বোঝা, যাতে রাজ্য হোক বা দেশ—কোথাও সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয়।


প্রসঙ্গত, এর আগে, সকালের আজানের সময় লাউডস্পিকারের ব্যবহারের বিরুদ্ধে টুইটারে মুখ খুলে সমালোচিত হয়েছিলেন গায়ক সোনু নিগম। গায়কের বিরুদ্ধে ফতোয়া জারি হয়। প্রতিবাদে নিজের মাথার চুল কেটে ফেলেন সোনু। অতীতে, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টও জানিয়েছিল, আজান ইসলাম ধর্মের একান্ত বিষয়। কিন্তুস, তাই বলে লাউডস্পিকারের ব্যবহার জরুরি নয়।