মুম্বই: পাকিস্তানি অভিনেতাদের সমর্থনে মুখ খোলার জন্য এবার রাজ ঠাকরের রোষে বলিউড তারকা সলমন খান।

উরিকাণ্ডের জেরে গত সপ্তাহে বলিউডে কর্মরত পাক অভিনেতা ও কলাকুশলীদের ভারত ছাড়তে ৪৮-ঘণ্টার সময়সীমা বেঁধে দেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস।

রাজ ঠাকরের দাবি, এই অভিনেতারা উরি-হামলার নিন্দা করেননি। তিনি আরও জানান, ভারতে প্রতিভাবানদের অভাব নেই যে পাকিস্তান থেকে অভিনেতা নিয়ে আসতে হবে।

এদিকে, রাজ ঠাকরের চরমবার্তা পাওয়ার ফলস্বরূপ, এক এক করে পাক অভিনতারা ভারত ছাড়ার তোড়জোড় শুরু করে দেন। কেউ কেউ ইতিমধ্যেই ছেড়ে গিয়েছেন।

এমএনএস-এর এই হুলিয়ার বিরুদ্ধে শুক্রবার মুখ খোলেন সলমন। তিনি বলেন, অভিনেতারা জঙ্গি নন। সঠিক কাগজপত্র, অনুমতি এবং ভিসা নিয়েই তাঁরা এদেশে কাজ করতে আসেন।

এর কিছুক্ষণের মধ্যেই সলমনকে পাল্টা দেন রাজ। তাঁর মতে, পাকিস্তানে তাঁর অভিনীত ছবি নিয়ে বেশি ভাবে সলমন। তাই তাঁর এত দরদ।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক চাপানউতোরের প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্কে। বেঙ্গালুরুতে পাক গায়ক শাফকাত আমানত আলি এবং গুরুগ্রামে আতিফ আসলামের কনসার্ট বাতিল করা হয়েছে।

বলিউডে পাক অভিনেতা ও কলাকুশলীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় সিনেমা প্রযোজকদের সংগঠন (ইমপা)।