আলোয়ার: ধর্ষণের অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান ফলাহারী বাবাকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। ছত্তিশগড়ের বিলাসপুরের এক মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।
ফলাহারী বাবার পুরো নাম কৌশলেন্দ্র প্রপাণাচার্য ফলাহারী মহারাজ। অভিযোগকারিণী বলেন, ৭ অগাস্ট আলোয়ারের আশ্রমে ওই বাবা তাঁকে ধর্ষণ করেছেন। বিলাসপুর থেকে অভিযোগ আসে আলোয়ারে। তারপরই বাবার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয় ও তদন্ত শুরু হয়।
ফলাহারী বাবার আশ্রমে গিয়ে পুলিশ দেখে, তিনি আলোয়ারেই এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের অনুমতি মিললেই তাঁকে জেরা করা হবে।
ধর্ষণকাণ্ডে রাজস্থানে গ্রেফতার ফলাহারী বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Sep 2017 02:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -