জয়পুর: কেরল, পঞ্জাবের পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে আজ রাজস্থান বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হল। বিজেপি বিধায়করা নগারিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করেন। তাঁরা বিধানসভার ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। তবে এরই মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে পেশ করা প্রস্তাব পাশ হয়ে যায়।


এর আগে দেশের প্রথম রাজ্য হিসেবে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয় কেরল বিধানসভায়। এরপর পঞ্জাব বিধানসভাতেও একই প্রস্তাব পাশ হয়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ জানিয়েছেন, তিনি নিজের রাজ্যে এই আইন কার্যকর করতে দেবেন না। পশ্চিমবঙ্গ বিধানসভাতেও সোমবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব পেশ হওয়ার কথা।

আজ রাজস্থান বিধানসভায় যে প্রস্তাব পাশ হয়েছে তাতে লেখা রয়েছে, ‘সম্প্রতি সংসদে গৃহীত হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনে ধর্মের ভিত্তিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কথা বলা হয়েছে। ধর্মের ভিত্তিতে এভাবে বৈষম্য দেশের ধর্মনিরপেক্ষ ভাবনা ও সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের বিরোধী। দেশের ইতিহাসে এই প্রথম এমন একটি আইন জারি হয়েছে, যেটির মাধ্যমে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কথা বলা হয়েছে। এই কারণেই দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।’