নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এ ব্যাপারে নিরন্তর প্রচারও চালানো হচ্ছে। কিন্তু রাজস্থানের বিজেপি সরকারের এক মন্ত্রীর আচরণ বুঝিয়ে দিল যে, তিনি এই অভিযানের কোনও তোয়াক্কা করেন না। রাজ্স্থানের স্বাস্থ্যমন্ত্রী কালিচরণ সরাফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে প্রকাশ্যে রাস্তার ধারে প্রস্রাব করতে দেখা গিয়েছে। এ ব্যাপারে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে মন্ত্রীমশায় বলেছেন, এটা এত বড় কিছু বিষয় নয়।
নিয়ম অনুসারে, রাস্তায় প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হয়। এ ব্যাপারে মন্ত্রীকে প্রশ্ন করলেও তিনি কোনও উত্তর দিতে অস্বীকার করেছেন।
এ ব্যাপারে রাজস্থান কংগ্রেসের সহ সভাপতি অর্চনা শর্মা বলেছেন, স্বচ্ছ ভারত অভিযানে সরকার যখন কোটি কোটি টাকা খরচ করছে তখন সরাফের মতো নেতা মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছেন। শর্মার দাবি, ঢোলপুরে উপনির্বাচনের সময়ও সরাফ একই ধরনের কাজ করেছিলেন।