সিকার (রাজস্থান): দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার একটি বেসরকারি স্কুলের মালিক ও এক শিক্ষক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিকারে।
নির্যাতিতা জানিয়েছে, গত ২ মাস ধরে তাকে লাগাতার ধর্ষণ করেছে অভিযুক্তরা। তার অভিযোগ, বাড়তি ক্লাস করানোর অছিলায় স্কুলের ডিরেক্টর এবং আরেক শিক্ষক তার ওপর যৌন নির্যাতন চালাত।
ধর্ষণের ফলে ১৮ বছর বয়সী ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, অভিযুক্তরা তার গর্ভপাত করানোর জন্য পরিবারের সদস্যদের ওপর চাপসৃষ্টি করে। নির্যাতিতা জানায়, অভিযুক্তদের চাপে একটি ক্লিনিকে নিয়ে গিয়ে তার গর্ভপাত ঘটানো হয়।
এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। সিকার পুলিশ সুপার বিনীত কুমার জানান, ঘটনাক্রম খতিয়ে দেখা হচ্ছে। দুই অভিযুক্ত—স্কুলের অধিকর্তা জগদীশ যাদব এবং অভিযুক্ত শিক্ষক জগত গুজ্জরকে জেরা করা হচ্ছে।