জয়পুর: সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে গরুর রক্ষণাবেক্ষণে উদ্যোগী রাজস্থান সরকার। রাজ্যের কংগ্রেস সরকার ঠিক করেছে, যাঁরা রাস্তায় ঘুরে বেড়ানো গরু দত্তক নিয়ে দেখভাল করবে, কল্যাণমূলক কাজকর্ম করবে, তাঁদের স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসে সংবর্ধনা দেবেন জেলা আধিকারকরা।
রাজস্থানের গোপালন দপ্তরের ডিরেক্টর বিশ্রাম মিনা একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২৮ ডিসেম্বর ডিরেক্টরেট সব জেলাশাসককে চিঠি পাঠিয়েছে। তাতে রাস্তায় ঘুরে বেড়ানো গরুর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কর্মসূচির বিস্তারিত তথ্য রয়েছে। এমন মানুষজন আছেন, যাঁরা শেল্টার হোমে থাকা গরু দত্তক নিয়ে তার দেখভাল করেন। জন্মদিন, বিবাহ বার্ষিকী, এ ধরনের অন্যান্য পবিত্র দিনে দত্তক নেওয়া গরুর সঙ্গে সময় কাটান। এ ধরনের উদ্যোগকে চাঙ্গা করতে বলা হয়েছে জেলা কালেক্টরদের।
গো রক্ষণাবেক্ষণে আগ্রহী মানুষজন সংশ্লিষ্ট কালেক্টরদের প্রস্তাব পাঠাতে পারেন বলেও জানান মীনা। সেই প্রস্তাব খতিয়ে দেখে জেলা স্তরে তাঁদের সার্টিফিকেট দিয়ে সম্মান জানাবেন আধিকারিকরা।
সরকারি আদেশে বলা হয়েছে, যিনি গরু দত্তক নিতে চান, তিনি স্থানীয় শেল্টার হোম নির্ধারিত অর্থ জমা দিতে পারেন, সেই গরুকে যে কোনও সময় গিয়ে দেখে আসতে পারেন। চাইলে কেউ রাস্তায় ঘুরে বেড়ানো গরুকে নিজের বাড়িতে রেখেও যত্ন করতে পারেন।
রাস্তায় ঘুরে বেড়ানো গরু দত্তক নিয়ে দেখভাল করলে স্বাধীনতা, সাধারণতন্ত্র দিবসে সংবর্ধনা দেবে রাজস্থান সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jan 2019 01:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -