এই মেলার উদ্যোক্তারা সরকারি ও বেসরকারি স্কুলগুলির সঙ্গে যোগাযোগ করছেন, যাতে তারা মেলায় যোগ দিতে আসে। রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রী বাসুদেব দেবনানি এই মেলার অনুমতি দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রতিটি স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে, ২-৩ জন শিক্ষককে মেলায় যোগ দিতে পাঠাতে হবে।
৫ দিনের এই মেলার মূল বিষয় লাভ জিহাদ সম্পর্কে ছাত্র সমাজের সচেতনতা বাড়ানো। এছাড়া ছাত্রদের নিরামিষ ভক্ষণের শপথ করানো হবে, ঘোষণা করা হবে গরু রাষ্ট্র মাতা। আগামীকাল পর্যন্ত চলবে মেলাটি।
মেলায় বিলি করা হচ্ছে লাভ জিহাদের ওপর পুস্তিকা। এতে বলা হয়েছে, কীভাবে সেফ আলি খান ও আমির খানের মত নামী অভিনেতারা হিন্দু মেয়েদের মুগ্ধ করে ফাঁদে ফেলেছেন। আরও বলা হয়েছে, ধর্মান্তরিত হওয়ার চেয়ে নিজের ধর্মে থেকে মৃত্যুও শ্রেয়।
এছাড়া লাভ জিহাদের আদর্শস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে বিউটি পার্লার, মোবাইল রিচার্জের দোকান, দর্জির দোকান সব বেশ কিছু জায়গাকে। মুসলিম হকারদের কাছ থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিতরণ করা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের সম্পর্কে সতর্ক করে প্যামফ্লেট। কীভাবে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড খ্রিস্টান অধ্যুষিত রাজ্যে পরিণত হয়েছে তা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলি সম্পর্কেও।
এই মেলায় স্টল দিয়েছে ভারতীয় হিন্দু সেনা নামে একটি সংগঠন। মেলা দেখতে আসা মানুষদের এরা অনুরোধ জানাচ্ছে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার শপথ নিতে।