যোধপুর: ১৯৯৮ সালে চিঙ্কারা শিকার মামলায় বলিউড অভিনেতা সলমন খানকে নোটিশ পাঠাল রাজস্থানের একটি আদালত।


সম্প্রতি, এই মামলায় অস্ত্র আইনে দায়ের করা অভিযোগ থেকে নিম্ন আদালতে অব্যাহতি পান সলমন। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের আদালতের দ্বারস্থ হয় রাজস্থান সরকার। তারই প্রেক্ষিতে এদিন নোটিশ পাঠানো হল।


সলমনের অব্যাহতিকে চ্যালেঞ্জ করে গত ২৯ জানুয়ারি আদালতে আবেদন করেন সরকারি আইনজীবী পোকর রাম বিশনোই। এদিন তারই প্রেক্ষিতে নগর ও দায়রা বিচারক ভগবান দাস অভিনেতাকে আগামী ২১ এপ্রিলের মধ্যে রাজ্য প্রশাসনের আবেদনের জবাব চেয়ে পাঠিয়েছেন।


এর আগে, গত ১৮ জানুয়ারি অস্ত্র মামলা থেকে অভিনেতাকে মুক্তি দেন যোধপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। রায়ে বলা হয়, ভুল ধারায় সলমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।


এখানে বলে রাখা প্রয়োজন, গত ২৮ জানুয়ারি আরেকটি হরিণ শিকার সংক্রান্ত অস্ত্র মামলায় সলমন খানকে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রেও, রাজস্থান হাইকোর্ট থেকে অব্যাহতি পেয়েছিলেন অভিনেতা।


এই মামলায় গত জুলাই মাসে তাঁকে মুক্তি দেয় উচ্চ আদালত। এরপর অক্টোবরে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজস্থান সরকার।