জয়পুর: শিশুদের ধর্ষণে দোষীদের সাজা নিয়ে মধ্যপ্রদেশের পথেই হাঁটতে চলছে রাজস্থান সরকার। এক্ষেত্রে অপরাধীদের ফাঁসির সাজা দিতে রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার খুব শীঘ্রই একটি বিল আনতে পারে। রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী এই কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া বলেছেন, মধ্যপ্রদেশ সরকারের মডেলটি খতিয়ে দেখা হচ্ছে। মধ্যপ্রদেশের আইনটি রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর পরিণতি কী হয়, তার অপেক্ষায় রয়েছি আমরা। ওই বিল ছাড়পত্র পেলে আমরাও একটি বিল বিধানসভায় পেশ করব।
গত ৪ ডিসেম্বর মধ্যপ্রদেশ বিধানসভায় সাজা আইন (মধ্যপ্রদেশ সংশোধনী) বিল-২০১৭ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এই বিলে ১২ বা তার কম বছরের শিশুকন্যার ধর্ষণে দোষীদের ফাঁসি, যাবজ্জীবন বা ন্যুনতম ১৪ বছরের সাজার সংস্থান রয়েছে। এই বিলে ১২ বছর বা তার কম বয়সের মেয়েদের গণধর্ষণের ক্ষেত্রে ধারা ৩৭৬ (ডি) (এ) আনার কথাও বলা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্তকে মৃত্যদণ্ড, যাবজ্জীবন বা ন্যুনতম ২০ বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে। সঙ্গে জরিমানাও।
ওই উভয় ধারাতেই দোষী যাবজ্জীবন সাজা পেলে তাকে আমৃত্যু জেলেই থাকতে হবে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো-র ২০১৬-র তথ্য অনুযায়ী, রাজস্থানে শিশুদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা বাড়ছে।