নয়াদিল্লি: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক চর এবং আফগানিস্তানের চার জঙ্গির প্রবেশের খবর আসার পরেই রাজস্থান, গুজরাত ও মধ্যপ্রদেশে জারি করা হল হাই অ্যালার্ট। জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়েছে। রাজস্থান পুলিশের পক্ষ থেকে সব জেলার সুপারকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গুজরাত ও রাজস্থানের সীমান্তবর্তী মধ্যপ্রদেশের আটটি জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। গুজরাত পুলিশের পক্ষ থেকেও মধ্যপ্রদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

রাজস্থানের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশকর্মীদের হোটেল, ধাবা, রেলস্টেশন, বাস স্ট্যান্ড ও জনবহুল অঞ্চলগুলিতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্দেহজনক গাড়িগুলির গতিবিধির উপরেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে সন্দেহভাজন মনে হলে জেরা করতে বলা হয়েছে।

গুজরাত পুলিশ সূত্রে খবর, ইন্টেলিজেন্স ব্যুরো মধ্যপ্রদেশ সীমান্তে জঙ্গিদের গতিবিধির খবর দেওয়ার পরেই পুলিশের সদর দফতর থেকে বিভিন্ন জায়গায় তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় সীমান্ত সিল করে দেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের অতিরিক্ত ডিজিপি কৈলাশ মাকওয়ানা সব জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গুজরাত ও রাজস্থান সীমান্তবর্তী জেলাগুলিকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। গুজরাত থেকে যে গাড়িগুলি মধ্যপ্রদেশে ঢুকছে, সেগুলির উপর নজর রাখা হচ্ছে।