জয়পুর: রাজ্যের ৮০০ সরকারি হোস্টেলে রোজ জাতীয় সঙ্গীত গাইতে হবে। এই নির্দেশ জারি করেছে রাজস্থানের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দফতর।


বসুন্ধরা রাজে সরকার জানিয়েছে, রাজ্যের সব আবাসিক স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। এবার সেই নির্দেশ কার্যকর হবে সরকার পরিচালিত ও সরকারের থেকে অর্থ সাহায্য পাওয়া হোস্টেলগুলিতেও। এর ফলে পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ জাগবে বলে তারা মনে করছে।

প্রতিদিন সকাল ৭টার প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত গাইতে হবে ছাত্রছাত্রীদের।

অল্পদিন আগে জয়পুর পুরনিগম প্রতিদিন তাদের সদর দফতরে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে।