জয়পুর: জিনস, টি শার্টের মতো 'অশালীন' পোশাক পরে অফিসে আসা চলবে না। রাজস্থানের শ্রম দপ্তরের কর্মীদের এমনই নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে ২১ জুন সার্কুলার জারি করে শ্রম কমিশনার গিরিরাজ সিংহ কুশওয়া বলেছেন, কিছু অফিসার, কর্মীকে প্রায়ই জিনস, টি শার্ট, আরও নানা অশালীন পোশাকে অফিসে দেখা যাচ্ছে। এটা অফিসের সম্মান, মর্যাদার পরিপন্থী, অসম্মানজনক। সুতরাং দপ্তরের মান-মর্যাদার কথা মাথায় রেখে অফিসার, কর্মচারীরা প্যান্ট, শার্টের মতো ভদ্র পোশাক পরে অফিসে আসবেন, এটাই আশা করা হচ্ছে।
পোশাক বিধির সমর্থনে কমিশনারের সওয়াল, এটা অফিসের নিয়ম রক্ষার ব্যাপার। অতীতেও এ ধরনের নির্দেশ দিয়েছি।


সার্কুলারের ব্যাপারে কোনও কর্মীর থেকে ফিডব্যাক আসেনি বলে জানান তিনি।
যদিও কর্মচারী সংগঠনের নেতা গজেন্দ্র সিংহ বলেছেন, কী করে জিনস, টি-শার্ট অশালীন, মর্যাদাহীন পোশাক হয়? রাজ্যে এমন কোনও সার্ভিস রুলই নেই। আমরা গণতান্ত্রিক পথে সার্কুলারের বিরোধিতা করব। তার প্রত্যাহার চেয়ে কমিশনারের কাছে যাব।