জয়পুর:  রাজস্থানের বদ্রীলাল মিনার শরীরের এখন ঢুকে রয়েছে একটা, দুটো, তিনটে নয়, ৭৫টি পিন।হ্যাঁ! ঠিকই পড়েছেন ৭৫টি পিন। সবচেয়ে অদ্ভুত কথা সেই পিন তাঁর শরীরে কেউ ঢুকিয়েও দেননি, তিনি নিজেও ঢোকাননি! সূত্রের তরফে জানা গিয়েছে, ৫৬ বছর বয়সি বদ্রীলাল মিনা ভারতীয় রেলে চাকরি করেন। তাঁর শরীরের বিভিন্ন অংশ যেমন গলা, হাত এবং পায়ের চামড়ার নীচের অংশে ঢুকে রয়েছে ৭৫টি স্টেশনারি পিন। এবার সেগুলো কীভাবে বের করবেন, সেটা ভেবেই ধন্দে চিকিত্সকরা। অদ্ভুতভাবে এই পিনগুলো তাঁর শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়ার কোনও চিহ্ন নেই। প্রসঙ্গত, বরদা গ্রামের বুন্দি জেলার বাসিন্দা ওই ব্যক্তি নিজেও জানেন না কীভাবে ওই পিনগুলো তাঁর শরীরের ভেতর ঢুকল। কেউ ঢুকিয়ে দিলেও, তার চিহ্ন থাকত, কিন্তু তেমন কোনও চিহ্নও তাঁর শরীরে নেই, জানালেন চিকিত্সকরা। এক্স-রে রিপোর্টে বদ্রীলালের পাকস্থলী, খাদ্যনালী এবং অন্ত্রে কিন্তু কোনও পিন পাওয়া যায়নি। এর থেকে বোঝা যাচ্ছে তিনি পিনগুলো গিলেও ফেলেননি, জানাচ্ছেন চিকিত্সক বি পান্ডা। এই বছর এপ্রিলে রাজস্থানের কোটার এক বেসরকারি হাসপাতালে মিনার শরীরের এই অবস্থার কথা জানা যায়। সেই হাসপাতালে তিনি ডান পায়ে যন্ত্রণা এবং ডায়বেটিসের চিকিত্সা করাতে গিয়েছিলেন।