নয়াদিল্লি: আইআইটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দুর্দান্ত সাফল্য, পড়ুয়াকে গাড়ি উপহার দিলেন কোচিং সেন্টারের ডিরেক্টর।
আইআইটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজস্থানের তন্ময় শেখাওয়াতের র্যাঙ্ক ১১। অসাধারণ এই রেসাল্টের জন্য তাঁকে নিজের বিএমডব্লু ১ সিরিজের গাড়িটিই উপহার দিয়েছেন কোচিং সেন্টারের ডিরেক্টর।
সূত্রের খবর, সমর্পণ নামে ওই কোচিং সেন্টারের ডিরেক্টর ড. আরএল পুনিয়া পরীক্ষার আগেই ঘোষণা করেছিলেন, যে পড়ুয়া আইআইটি-জেইই পরীক্ষায় প্রথম ২০ জনের তালিকায় থাকবে, তাঁকে নিজের বিএমডব্লু উপহার দেবেন তিনি। পড়ুয়াদের অনুপ্রাণিত করতেই এই উপহারের টোপ দিয়েছিলেন তিনি। অনেকেই তখন বিষয়টিকে সত্যি হিসেবে নেয়নি। কথা রেখেছেন পুনিয়া। প্রতিশ্রুতি রাখায় খুশি প্রতিষ্ঠানের পড়ুয়ারাও। গাড়িটির দাম ৩০ লাখ টাকা। দুবছর আগে গাড়িটি কিনেছিলেন পুনিয়া।
তন্ময়ের স্বপ্ন ভবিষ্যতে তিনি সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হবেন।
আইআইটি-জয়েন্টে র্যাঙ্ক ১১, পড়ুয়াকে বিএমডব্লু উপহার কোচিং সেন্টারের ডিরেক্টরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2016 06:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -