বারমের: রাজস্থানের বারমেরের হোটেলের ঘর থেকে এক মুসলিম তরুণের সঙ্গে হিন্দু তরুণীকে উদ্ধার করাকে কেন্দ্র করে উত্তাল সেখানকার পরিস্থিতি। সূত্রের খবর, হিন্দু মেয়ের সঙ্গে থাকায় তরুণকে বেধড়ক মারধর করে মেয়েটির পরিবারের লোকজনেরা। জখম এতটাই গুরুতর যে আহত তরুণকে পরে যোধপুর হাসপাতালে ভর্তি করতে হয়।
সোশ্যাল মিডিয়ায় সেই বেধড়ক মারের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে হোটেলের বাইরে একশো লোক দাঁড়িয়ে রয়েছে। তাঁদের মধ্যে থেকে অনেককে আবার জয় শ্রীরাম স্লোগান দিতেও শোনা গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা সম্পর্কে কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, আহত তরুণের নাম পাডু খান। তরুণ রাজস্থানের বারমের জেলার শায়আলা গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তারা দেখে, সেখান থেকে উন্মত্ত জনতা ততক্ষণে সরে গিয়েছে। পুলিশ গিয়ে যন্ত্রণায় কাতর ওই তরুণকে উদ্ধার করে। চোট গুরুতর বুঝে, তাঁকে যোধপুর হাসপাতালে পাঠানো হয়।
তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও জ্ঞান ছিল তরুণের। তিনি থানায় কোনও রকমের অভিযোগ দায়ের করতে অস্বীকার করেন। এমনকি এই ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের তরফেও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে মহিলার পরিচয় সম্পর্কে পুলিশের কাছে নাকি কোনও তথ্যই নেই। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছেলেটিকে মারধর করার আগে, মেয়েটিকে সেখান থেকে সরিয়ে দেন তাঁর আত্মীয়রা।
হিন্দু মেয়েকে নিয়ে হোটেলে, রাজস্থানে মারধর মুসলিম তরুণকে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Oct 2017 01:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -