জয়পুর: এক মুসলিম ব্যক্তিকে নির্মমভাবে মারধর করার পর জোর করে তাঁর মুখ দিয়ে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগ উঠল রাজস্থানের সিরোহী জেলায়। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল পুলিশ। আটক করা হয় অভিযুক্তকে।


আবার সেই রাজস্থান। এবার এক মধ্যবয়স্ক মুসলিম ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে মারধর করার ভিডিওটি প্রকাশ পায় সম্প্রতি। তিন-মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মহম্মদ সালিম নামে এক ব্যক্তিকে প্রায় ২৫ বার থাপ্পড় মারল বিনয় মীনা নামে ১৮ বছরের এক যুবক।

শুধু তাই নয়। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকে কীভাবে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করছে ওই যুবক। চরম নির্যাতনের মুখে অসহায় ওই ব্যক্তি শুধু বলছেন, ‘ঈশ্বর সর্বশক্তিমান’।

এই ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিবাদ জানায় মুসলিম সম্প্রদায়ের মানুষ। যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়। সিরোহীর পুলিশ সুপার ওমপ্রকাশ জানান, এফআইআর দায়ের করা হয়েছে।

তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে, মারধর, আঘাত করা, শত্রুতা বৃদ্ধি, ধর্মীয় ভাবাবেগে আঘাত, শান্তি বিঘ্ন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাজস্থানের রাজসামন্দ শহরে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক মুসলিম শ্রমিককে পিটিয়ে জীবন্ত দগ্ধ করে দেওয়া হয়। গোটা ঘটনাটি ভিডিও করা হয়, যা চারদিকে ছড়িয়ে পড়ে।

দেখুন সেই ভিডিও-