জয়পুর: ৩১ ডিসেম্বর রাত ৮ টা থেকে ১লা জানুয়ারি সকাল ৬ টা পর্যন্ত নাইট কার্ফিউ জারি করল রাজস্থান সরকার। করোনা আবহে বর্ষবরণের উৎসবে রাশ টানতেই যে পদক্ষেপ নিয়েছে অশোক গেহলটের প্রশাসন। বাজি পোড়ানো, ছোটোখাটো পার্টি আয়োজন, সব বিষয়েই নিষেধাজ্ঞা জারি করেছে তারা।


রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিবৃতিতে যে নিষেধাজ্ঞা জানানোর পাশাপাশি নিউ ইয়ার্স ইভে সন্ধে সাতটার মধ্যে সব বড় বাজার বন্ধ করে দেওয়ার আদেশও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজস্থানবাসীকে তাদের বাড়িতে থেকে পরিবারের সঙ্গে বর্ষবরণের উৎসব পালন করতে অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে সবাইকে বাজি পোড়ানো থেকে বিরত থাকতে বলেছেন।

বাজি পোড়ানো হলে তৈরি হওয়া বায়ুদূষণ করোনা পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলতে পারে আশঙ্কায় দীপাবলির সময় যা নিষিদ্ধ করেছিল দেশের পরিবেশ আদালত। এই রাজ্যেও কলকাতা হাইকোর্ট নির্দেশিকা জারি করে নিষিদ্ধ করেছিল বাজি পোড়ানো।

সম্প্রতি ইংল্যান্ডে ধরা পড়েছে করোনার নতুন স্ট্রেন। মারণ ভাইরাসের যে প্রকারভেদ খুবই মারাত্মক এই আশঙ্কায় প্রায় গোটা ব্রিটেনজুড়ে নতুন করে আরও কড়া লকডাউন জারি করা হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত বিমান সংযোগও ছিন্ন করেছে ভারত।

ভ্যাকসিন আসার আগেই ফের নতুন ভয়ঙ্কর প্রকারভেদ সামনে আসায় এদেশের বেশ কিছু রাজ্যও ইতিমধ্যে ফের নতুন করে নাইট কার্ফিউ জারি করছে। যে রাস্তায় এবার হাঁটল রাজস্থান। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।