জয়পুর: কালো পোশাক পরার ‘অপরাধে’ রাজস্থানের দুঙ্গারপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ঢুকতে দেওয়া হল না বেশ কয়েকজনকে। শুধু তাই নয়। অভিযোগ, এঁদের পোশাক খুলিয়ে শরীর-তল্লাশি চালানোও হয়।


খবরে প্রকাশ, অনেকে প্রায় ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে মোদীর সভাস্থলে উপস্থিত হয়েছিলেন। তাঁদের পরনে ছিল কালো জামা, প্যান্ট ও টি-শার্ট। আর এই কারণে, তাঁদের সভাস্থলে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।




যেমন, জয়পুরের কুশল বিকাশ যোজনার ৬০ পড়ুয়া এসেছিলেন। কাউকেই সভাস্থলে পৌঁছতে দেওয়া হয়নি। কারণ, তাঁদের মধ্যে একজন কালো গেঞ্জি পরে এসেছিলেন। ওই পড়ুয়ার অভিযোগ, তল্লাশির নামে তাঁর পরনের কালো গেঞ্জিও খোলানো হয়। তা সত্ত্বেও মোদীর সভায় যাওয়ার অনুমতি মেলেনি।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? সূত্রের খবর, চলতি বছর ঝুনঝুনুতে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সভায় কয়েকজন কালো পতাকা নিয়ে হাজির হয়েছিলেন। এরপরই, রাজ্য প্রশাসন সিদ্ধান্ত নেয়, মোদীর সভায় কালো-পোশাক পরা কোনও ব্যক্তিকে যেতে দেওয়া হবে না।