জনস্বার্থে বসুন্ধরাকে বরখাস্ত করুন ! অমিত শাহকে চিঠি রাজস্থানের বিদ্রোহী বিজেপি বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2018 09:22 PM (IST)
নয়াদিল্লি: বিজেপির ৩৮-তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের মধ্যেই রাজস্থানে দলের বিদ্রোহী বিধায়ক ঘনশ্যাম তেওয়ারি অমিত শাহকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে তাঁকে 'জনস্বার্থে' বরখাস্তের দাবি করলেন। সঙ্গানেরের বিজেপি বিধায়কের দাবি, রাজে 'ব্যক্তিগত স্বার্থসিদ্ধি'র জন্য নিজের রাজনৈতিক ক্ষমতার 'অপব্যবহার করছেন'। রাজ্য সরকারটা একদল 'তোলাবাজে'র জোটে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেছেন, রাজস্থান সরকার স্বৈরাচারীর সরকার। তাঁর আমলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক বৈধতা দেওয়া হয়েছে, সামাজিক সম্প্রীতি নষ্ট হয়েছে। তাঁর অভিমত, গত মার্চে রাজ্যের ঝুনুঝুনুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কালো পতাকা দেখানোর ঘটনাতেই বোঝা গিয়েছিল যে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সব জাত, সম্প্রদায়ের চরম ক্ষোভ রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সংগঠন ও সরকারের সংস্কারের ব্যাপারে আগ্রহ নেই। জয়পুর, বিকানের, বারমার, কোটা, উদয়পুর, আলোয়ার, আজমের, সিকার ও অন্য জেলাতেও দলীয় নেতৃ্ত্বের ওপর ক্ষুব্ধ, যা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ কতটা চরমে উঠেছে, তারই প্রতিফলন বলেও দাবি করেন তেওয়ারি। রাজে সরকার রাজ্যকে লুঠ করছে অভিযোগ তুলে কেন 'পরিস্থিতির কথা জানা সত্ত্বেও' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি সভাপতি ব্যবস্থা নিচ্ছেন না, সেই প্রশ্নও তোলেন তিনি। এর আগেও কৃষকদের দুর্দশা সহ নানা ইস্যুতে রাজের বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে নোটিস ধরানো হয়েছিল।