কোটা ও জয়পুর: রাজস্থানের কোটায় রাজ্য সরকার, পতঞ্জলী যোগপীঠ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে গিনেস বিশ্বরেকর্ড করলেন লক্ষাধিক মানুষ। আরএসি গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন যোগগুরু রামদেব, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও আমলারা। সেখানে মোট কত লোক হাজির হন, সেটা জানার জন্য ক্যামেরা লাগানো হয়। এছাড়া ড্রোন ক্যামেরার সাহায্যেও ছবি তোলা হয়। জানা যায়, ১.০৫ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে হাজির হন। গত বছর মাইসোরে যোগ দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে রেকর্ড গড়েছিলেন ৫৫,৫২৪ মানুষ। আজ সেই রেকর্ড ভেঙে গেল।



আজ কোটায় ভোর পাঁচটা থেকে শুরু হয় যোগাসন শিবির। সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত ১৫টি আসন করেন উপস্থিত থাকা লোকজন। রেকর্ড হওয়ার পর বসুন্ধরা বলেছেন, রাজ্যের প্রতিটি জেলার সদরে একটি করে যোগাসন কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে লোকজনকে যোগ প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন করে আচার্য রাখা হবে। হরিদ্বারে যেভাবে বৈদিক স্কুল গড়েছেন, সেভাবেই কোটায় একটি আচার্যকুলম গড়ার জন্য রামদেবকে অনুরোধ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। তাঁর আশা, যোগাসনের মাধ্যমে ভারত বিশ্বগুরু হয়ে উঠবে।