জয়পুর: বিয়ের আমন্ত্রণপত্রে সংস্কৃত শ্লোক নেই, বদলে রয়েছে কেন্দ্রীয় সরকারি স্লোগান। স্বচ্ছ ভারত নির্মাণের জন্য শৌচালয় তৈরির প্রয়োজনীয়তার কথা সে সব স্লোগানে বলা হয়েছে। এমনই নতুন ধরনের বিয়ের কার্ড তৈরি করেছেন রাজস্থানের ঝালোয়ার জেলার এক পঞ্চায়েত আধিকারিক।
রামবিলাস মীনা নামে ওই আধিকারিক সম্পর্কে পাত্রের কাকা। শ্লোকের জায়গায় স্বচ্ছ ভারত অভিযানের স্লোগান ছাপানোর প্ল্যানটা নাকি তাঁরই। তাঁর বিশ্বাস, এর ফলে মানুষ ঘরে ঘরে শৌচালয় তৈরির প্রেরণা পাবেন।
এ মাসের শুরুতে আকাশ জৈন নামে জনৈক বেঙ্গালুরুর যুবক বোনের বিয়ের কার্ডে স্বচ্ছ ভারতের লোগো ছাপিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করেন।
সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রী শুধু সেই টুইট রিটুইটই করেননি, ফলোও করেন তাঁকে।
শ্লোকের বদলে শৌচালয় বানানোর স্লোগান, ইন্টারনেটে ভাইরাল রাজস্থানের এই বিয়ের আমন্ত্রণপত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2017 01:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -