ভিডিওতে দেখুন: নেটওয়ার্ক নেই, গাছে উঠে মোবাইলে কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী
ABP Ananda, web desk | 05 Jun 2017 06:32 PM (IST)
বিকানের: রাজস্থানের বিকানেরে পৌঁছে গ্রামের লোকজনের অভাব অভিযোগ শুনছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন মেঘওয়াল। গ্রামবাসীরা অভিযোগ করেন, হাসপাতালে নার্স নেই। কেন্দ্রীয় মন্ত্রী এই অভিযোগ শুনে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেন। কিন্তু নেটওয়ার্ক পাননি তিনি। তখন গ্রামবাসীরা বলেন, গাছে চড়লে নেটওয়ার্ক পাওয়া যাবে এবং মোবাইলে কথা বলা যাবে। কিন্তু মন্ত্রী গাছে চড়বেন কীভাবে! মুশকিল আসানও হল সঙ্গে সঙ্গে। এল মই। গাছে লাগানো হল মই। মন্ত্রী মই বেয়ে উঠলেন গাছে। মইয়ে দাঁড়িয়েই স্বাস্থ্য আধিকারিকদের ঢোলিয়া গ্রামে নার্স নিয়োগের নির্দেশ দেন মেঘওয়াল। বর্তমানে বিকানেরে গ্রামীণ এলাকা সফর করছেন তিনি।