জয়পুর: আগে মেয়েরা এমন পুরুষের স্বপ্ন দেখতেন যাঁদের বুক রোমশ, চওড়া। কিন্তু তাঁরা এখন হারিয়ে গিয়েছেন। বদলে যাঁরা রয়েছেন, তাঁরা লো ওয়েস্ট জিনস পরেন। এই সব ছেলেরা কীভাবে রক্ষা করবেন নিজেদের বোনেদের? প্রশ্ন করেছেন রাজস্থানের মহিলা কমিশনের চেয়ারপার্সন সুমন শর্মা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে দিয়ে রাজ্য বিজেপির মহিলা শাখার প্রাক্তন প্রধান সুমন এখনকার ছেলেদের পোশাক নিয়ে ঘুরিয়ে বিদ্রূপ করেন। তিনি বলেন, এক সময় প্রতিটি মেয়ে এমন ছেলেকে চাইতেন যার বুক চওড়া। কিন্তু এখন সে সব ছেলেদের আর দেখা যায় না। এখন যারা ঘুরছে তাদের জিনস কোমর থেকে ঝুলে পড়ছে। যারা নিজেদের পোশাক সামলাতেই অক্ষম, তারা মেয়েদের রক্ষা করবে কী! পাশাপাশি মহিলাদের প্রতি তাঁর উপদেশ, স্বাধীনতার নামে বল্গাহীন হয়ে তাঁরা যেন সমাজে অসাম্য নিয়ে না আসেন। মেয়েদের মধ্যে জিরো ফিগারের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে সুমন টেনে আনেন ছেলেদের প্রসঙ্গ। বলেন, তাদের হয়েছেটা কী! তারা দুল পরছে, মেয়েদের মত সাজগোজ করছে কেন! তাঁর কথায়, আমি সমালোচনা করছি না... কিন্তু এগুলো বদলানো দরকার। আবার চওড়া বুকের ছেলেদের তৈরি করতে হবে, সমাজের, মায়েদের দায়িত্ব সন্তানের মধ্যে মূল্যবোধের বীজ বপন করা। একইসঙ্গে মেয়েদেরও উচিত নয় বল্গাহীন হয়ে পড়া, পুরুষদের পিছনে ফেলে দীর্ঘ পথ হাঁটতে পারবে না তারা। সমাজে সমতা থাকা উচিত, মহিলাদের উচিত, সন্তানদের মধ্যে মূল্যবোধের বীজ বপনের শপথ নেওয়া, সমাজে গঠনমূলক ভূমিকা নেওয়া। বলেছেন মহিলা কমিশনের প্রধান।