উত্তর রেলওয়ের মুখপাত্র নীরজ শর্মা জানিয়েছেন, ট্রেনটির ইঞ্জিন ও পাওয়ার কোচ লাইনচ্যুত হয়। ট্রেনের গতি খুব থাকায় যাত্রীদের কারুর কোনও আঘাত লাগেনি।
সুরেশ প্রভুর জায়গায় পীযুষ গোয়েল রেলমন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পর শক্তিপুঞ্জ ও রাচি রাজধানী এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল।