এবার দিল্লিতে লাইনচ্যুত রাঁচি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন ও পাওয়ার কোচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2017 01:29 PM (IST)
নয়াদিল্লি: সকালেই উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয়েছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। এক কয়েক ঘন্টা পরেই দিল্লিতে ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত রাঁচি রাজধানী এক্সেপ্রেস। দিল্লিগামী রাঁচি রাজধানী এক্সপ্রেসের মিন্টো ব্রিজের কাছে লাইনচ্যুত হয়। এই ঘটনায় যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। উত্তর রেলওয়ের মুখপাত্র নীরজ শর্মা জানিয়েছেন, ট্রেনটির ইঞ্জিন ও পাওয়ার কোচ লাইনচ্যুত হয়। ট্রেনের গতি খুব থাকায় যাত্রীদের কারুর কোনও আঘাত লাগেনি। সুরেশ প্রভুর জায়গায় পীযুষ গোয়েল রেলমন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পর শক্তিপুঞ্জ ও রাচি রাজধানী এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল।