নয়াদিল্লি:রাজধানী এক্সপ্রেসের টিকিট কনফার্ম না হলে চিন্তা নেই। এবার রাজধানীর ওয়েটিংলিস্টে থাকা যাত্রীরা এয়ার ইন্ডিয়ার বিমানে গন্তব্যে পৌঁছনোর সুযোগ পাবেন। তবে বিষয়টি নির্ভর করছে সংশ্লিষ্ট রুটে এয়ার ইন্ডিয়ার পরিষেবা থাকার ওপরে।
এ ব্যাপারে আইআরসিটিসি এবং বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি সমঝোতা হয়েছে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে। কয়েক সপ্তাহের মধ্যেই তা চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অশ্বনি লোহানি।
রাজধানী ট্রেনের এসি ফার্স্ট ক্লাসের ওয়েটিং লিস্টে থাকা কোনও যাত্রী যদি এয়ার ইন্ডিয়ার বিমানে গন্তব্যে পৌঁছতে চান, তাহলে তাঁর বাড়তি ভাড়া লাগবে না।
রাজধানীর সেকেন্ড ও থার্ড এসি ক্লাসের যাত্রীদের এক্ষেত্রে বাড়তি ২০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
লোহানি জানিয়েছেন, এ ব্যাপারে বিস্তারিত চূড়ান্ত করা হচ্ছে এবং আমাদের আশা কয়েক সপ্তাহের মধ্যেই এই সুবিধা চালু হয়ে যাবে।
লোহানি জানিয়েছেন, রাজধানীর যে যাত্রীদের কনফার্মড টিকিট নেই, তাঁদের ২৪ ঘন্টার মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বুকিংয়ের সুযোগ দেওয়া হবে।
রাজধানীর টিকিট কনফার্ম না হলে এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রার সুবিধা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2016 02:21 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -