নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিচ্ছেন রজনীকান্ত? তামিল সুপারস্টারের  কেন্দ্রের শাসক দলের যোগদানের সম্ভাবনা নিয়ে চর্চা চলছে জোর। আট বছরে প্রথম ভক্তদের সঙ্গে তাঁর সরাসরি সংযোগের সিদ্ধান্ত তো আছেই, তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণনের মন্তব্যও জল্পনার আগুনে ঘি ঢেলেছে।


সম্প্রতি রজনীকান্ত বলেন, ভগবান চাইলে কাল হয়তো রাজনীতিতে পা রাখতেও  পারি।  অভিনেতার ঘোষণাকে স্বাগত জানিয়ে রাধাকৃষ্ণনও বলেন, রাজনীতিতে উনি যোগ দিলে স্বাগত। বিজেপিতে এলেও অভ্যর্থনা পাবেন।

আবার কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য সম্পর্কে বুধবার ভক্তদের সঙ্গে দেখা করার কর্মসূচির তৃতীয় দিনে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে রজনীকান্তও সম্ভাবনা না উড়িয়ে বলেন, যা বলার বলেই তো দিয়েছি,  এর বেশি কিছু এখন আর বলার নেই।

এর মধ্যেই আজ আবার এইচ রাজা নামে বিজেপির এক জাতীয় সম্পাদক বলেন, উনি জনপ্রিয় ব্যক্তিত্ব। বিজেপিতে এলে স্বাগত। রাজনৈতিক দল গড়ার বা কোনও দলে যোগ দেওয়ার পূর্ণ অধিকার আছে ওনার। যদিও এখনও উনি কোনও স্পষ্ট অবস্থান নেননি। আমাদের অপেক্ষা  করতে হবে। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিতে স্বাগত যে কেউ।

রজনীকান্ত সম্প্রতি নিজেই রাজনীতিতে নামার জল্পনার সূত্রপাত করেন এই বলে যে, তিনি রাজনীতিতে এলে ‘টাকা কামানোর ধান্দাওয়ালা’ লোকজনকে রাস্তা দেখিয়ে দেবেন। তবে সেইসঙ্গেই বলেন, ভগবান তাঁর জন্য কী ভেবে রেখেছেন, তা নিজেই জানেন না।

১৯৯৬ সালে প্রবীণ তামিল অভিনেতা তামিলনাড়ুতে ডিএমকে-টিএমসি জোটকে সমর্থন  করেন। সেবার ওই জোট বিপুল জয় পায়। তবে তারপর থেকে রাজনীতির ছোঁয়া এড়িয়ে চলতেই দেখা গিয়েছে রজনীকান্তকে। এমনকী সেবার ডিএমকে-কে সমর্থনের সিদ্ধান্তে পরে আফশোসও করেন তিনি।