চেন্নাই: লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার যে প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেটিকে সমর্থন করলেন তামিল ছবির সুপারস্টার রজনীকান্ত। তিনি বলেছেন, ‘একসঙ্গে সব নির্বাচন করার প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি। এটা হওয়া উচিত। এর ফলে টাকা ও সময় বাঁচবে। যদি সব রাজনৈতিক দল এটা বোঝে এবং সহযোগিতা করে, তাহলে ভালই হবে।’
কেন্দ্রীয় সরকারের ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাবকে বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছে আইন কমিশন। ২০১৯ থেকেই দু’টি ভাগে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করার প্রস্তুতি শুরু হয়েছে। এ মাসের ৭ ও ৮ তারিখ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে আইন কমিশন। বিজেডি, এআইএডিএমকে, শিরোমণি অকালি দল সহ ৬টি দল এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে ৯টি দল আবার বিরোধিতা করেছে। রাজনীতিতে আসার কথা ঘোষণা করা রজনীকান্ত একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানালেও, ২০১৯-এর ভোটের আগে পুরোদস্তুর রাজনীতিবিদ হবেন কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি।
‘এক দেশ, এক ভোট’ প্রস্তাবের পক্ষে রজনীকান্ত
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jul 2018 06:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -