চেন্নাই: সাংবাদিক বৈঠকে মেজাজ হারিয়ে ফেলার জন্য দুঃখপ্রকাশ করলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। এদিন টুইটারে রজনীকান্ত বলেন, কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না আমার। যদি কোনও সাংবাদিক আমার কথায় আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত।
গত ২২ মে স্টারলাইট কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ-আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ১৩ জনের পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল তুতিকোরিন গিয়েছিলেন রজনীকান্ত।
অভিযোগ, সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রচ্ছন্ন হুমকির সুরে কথা বলেন তিনি। তাঁকে যখন মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয়, ক্ষিপ্ত হয়ে রজনী দাবি করেন, কয়েকজন সমাজ-বিরোধী পুলিশকে মারধর শুরু করার পরই সংঘর্ষের সূত্রপাত।
তিনি আরও জানান, এত প্রতিবাদ হলে একদিন রাজ্য ‘কবরখানায়’ পরিণত হবে। রজনীর এই মন্তব্যের প্রেক্ষিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক মহলে। শাসক শিবির তাঁর এই মন্তব্যকে স্বাগত জানালেও, বিরোধীরা তীব্র সমালোচনা করে।