রজনীকান্ত আর্থিক দুর্নীতিতে জড়িত, রাজনীতিতে আসা উচিত নয়, বললেন সুব্রহ্মণ্যম স্বামী
ABP Ananda, web desk | 24 Jun 2017 12:52 PM (IST)
নয়াদিল্লি: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তর রাজনীতিতে যোগদান নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে বিজেপি নেতা সুব্রহ্মন্যম স্বামী বললেন, রাজনীতিতে টিকে থাকা রজনীকান্তের পক্ষে মুশকিল হবে। কারণ, তাঁকে ঘিরে আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে। রজনীকান্তর বিরুদ্ধে এই অভিযোগ সম্পর্কে তিনি নিশ্চিত কিনা, এই প্রশ্নের জবাবে তামিল তারকারই একটি সিনেমার সংলাপ ব্যবহার করে স্বামী বলেছেন, ‘আমি একবার বললেই তা একশোবার বলার মতো’। স্বামী বলেছেন, রাজনীতিতে এলে এমন অনেক কিছুই বেরিয়ে আসবে যা রজনীকান্তের পক্ষে খুবই ক্ষতিকারক হবে। বিজেপি নেতা স্বামীর আরও দাবি, ‘রাজনৈতিক কার্যকলাপের জন্য উপযুক্ত নন’ সুপারস্টার। উল্লেখ্য, এর আগে রজনীকান্ত বলেছিলেন যে, তিনি রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। তবে শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার পরই এ ব্যাপারে ঘোষণা করবেন। গতমাসে রজনীকান্ত তাঁর অনুগামীদের ‘যুদ্ধের জন্য তৈরি’ থাকতে বলেছিলেন। ওই মন্তব্য তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা আরও উস্কে দিয়েছিল।