চেন্নাই: বিখ্যাত অভিনেতা তথা মক্কাল নিধি মায়াম দলের প্রতিষ্ঠাতা কমল হাসানের প্রশংসা করে তাঁকে দক্ষ বলে উল্লেখ করলেন তামিল ছবির সুপারস্টার রজনীকান্ত। তিনি বলেছেন, ‘কমল দক্ষ। ও মানুষের আস্থা অর্জন করবে। বুধবার ওর দলের আত্মপ্রকাশ খুব সুন্দরভাবে হয়েছে। অনুষ্ঠানটি খুব ভালভাবে সংগঠিত হয়েছিল।’
রজনীকান্তও রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা করেছেন। তবে তিনি এখনও পর্যন্ত দল গঠনের কথা জানাননি। তার আগেই কমল নিজের দল গঠন করলেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রজনীকান্ত বলেছেন, ‘যদিও আমাদের সবার পথ আলাদা, জনগণের কল্যাণই আসল। আমি কমলকে শুভেচ্ছা জানিয়েছি।’
দলের নাম ঘোষণা করার আগে রজনীকান্তের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কমল। তিনি গতকাল একটি তামিল দৈনিকে লিখেছেন, রাজনীতিতে প্রবেশ করার আগে গোপনে রজনীকান্তের সঙ্গে দেখা করে তাঁকে এ কথা জানিয়েছিলেন। তাঁদের পথ আলাদা হলেও, একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় আছে।
কমল হাসান দক্ষ, তাঁর উপর মানুষের আস্থা থাকবে, মন্তব্য রজনীকান্তের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Feb 2018 06:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -