চেন্নাই: রাজনীতিতে তাঁর প্রবেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বছরের শেষ দিন। এমনটাই জানালেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।


দীর্ঘদিন ধরেই ৬৭ বছরের এই অভিনেতার রাজনীতিতে প্রবেশ নিয়ে সরগরম দেশের দক্ষিণ প্রান্ত। রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ এমনকী তাঁর তামাম অনুরাগীদের মধ্যেও তুমুল জল্পনা—রজনীকান্ত কী করেন, তা নিয়ে।


এদিন জল্পনার অবসান না ঘটালেও, অন্তত সিদ্ধান্ত ঘোষণার দিন জানালেন তামিল চলচ্চিত্র জগতের কিংবদন্তি রজনীকান্ত। এদিন তিনি বলেন, আমি এটা বলছি না যে রাজনীতিতে আসব। আমি আমার অবস্থান (রাজনীতিতে প্রবেশ সংক্রান্ত) জানাব আগামী ৩১ তারিখ।


রজনীকান্ত মনে করিয়ে দেন, তিনি রাজনীতির প্যাঁচ সম্পর্কে ওয়াকিবহাল। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক বিচার করছেন। জানান, তেমনটা না হলে, অনেকদিন আগেই রাজনীতিতে যোগ দিতেন। তিনি মনে করিয়ে দেন, ১৯৯৬ সালে কীভাবে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরোধিতা করেছিলেন।