নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর হত্যাকারীদের মুক্তি দেওয়ার তামিলনাড়ু সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। ১৯৯১-এ রাজীবের সঙ্গে যাঁরা মানববোমা বিস্ফোরণে নিহত হন, তাঁদের পরিবারের লোকজন ওই মামলার সাত দোষীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন শীর্ষ আদালতে। তামিলনাড়ু সরকার ২০১৪ সালে তাদের মু্ক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রয়াত জয়ললিতা সরকারের সিদ্ধান্তে খুশি হননি নিহতদের আত্মীয়স্বজনেরা। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ বলেছে, এই মামলায় আগের সংবিধান বেঞ্চের রায়েই সবদিক খতিয়ে দেখা হয়েছে। তাই মামলার আর কিছু অবশিষ্ট নেই।
উল্লেখ্য সনিয়া গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী সমবেদনা দেখিয়ে রাজীব ঘাতকদের মুক্তির সিদ্ধান্তে সায় দেন। ১৯৯১ এর ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে মানববোমা হামলায় নিহত হয়েছিলেন রাজীব।
রাজীব ঘাতকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে
Web Desk, ABP Ananda
Updated at:
09 May 2019 05:23 PM (IST)
১৯৯১-এ রাজীবের সঙ্গে যাঁরা মানববোমা বিস্ফোরণে নিহত হন, তাঁদের পরিবারের লোকজন ওই মামলার সাত দোষীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন শীর্ষ আদালতে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -