রাজীব গাঁধী হত্যাকাণ্ডে দোষী পেরালিভালানের ওপর হামলা জেলে
Web Desk, ABP Ananda | 13 Sep 2016 07:01 PM (IST)
রাজীব গাঁধী হত্যাকাণ্ডে দোষী পেরালিভালানের ওপর হামলা জেলে ভেলোর: জেলে রাজীব গাঁধী হত্যাকাণ্ডে দোষী এ জি পেরালিভালানের ওপর হামলা। পুলিশ সূত্রে খবর, জেলে তার ওপর হামলা চালায় অন্য এক কারাবন্দি। পুলিশ জানিয়েছে, বছর ৪৪-এর পেরালিভালানের ওপর হামলা চালায় রাজেশ নামে এক জেলবন্দি। বন্দি হাসপাতালে ভর্তি রয়েছে সে। তবে হামলার কারণ কী বা মূল ঘটনা কী হয়েছিল, সে ব্যাপারে কিছুই জানায়নি জেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ১৯৯১ সালে ২১ মে আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাহুল গাঁধীর মৃত্যুর ঘটনায় ৭ অপরাধীর মধ্যে একজন পেরালিভালান। বাকিরা হল মুরুগান, সান্থান, নলিনি, রবার্ট পায়াস, জয়াকুমার, রবিচন্দ্রন।