নয়াদিল্লি: ভারতের ভূখণ্ডে বড়সড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। এই মর্মে দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে কেন্দ্র।
পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চপ্যাডে ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইকের পর পাল্টা হিসেবে হামলা চালাতে পারে পাক-মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। বাড়তে পারে অনুপ্রবেশ। বৃদ্ধি পেতে পারে সংঘর্ষ-বিরতি।
তাই আগামী ১০ থেকে ১৫দিন রাজ্যগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোয়েন্দা সূত্রে খবর, ভারতের অভিযানে ৩৮ জঙ্গি খতম হওয়ার পর ভারতের ওপর পাল্টা বড় হামলা চালানোর ছক করছে পাক-মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি।
এই পরিস্থিতিতে দেশজুড়ে অ্যালার্ট জারি করেছে কেন্দ্র। সরকার জানিয়েছে, দেশের প্রতিটি সংবেদনশীল জায়গা, প্রতিষ্ঠানে নিরাপত্তাকে আরও জোরদার করতে হবে। ধর্মীয়স্থল থেকে শুরু করে বাজার, প্রশাসনিক প্রতিষ্ঠান বা দ্রষ্টব্যস্থানগুলির নিরাপত্তা আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন সময় মেট্রো শহরগুলিকে টার্গেট করেছে জঙ্গিরা। বিস্ফোরণে অসংখ্য নিরীহ মানুষের রক্তে মাটি ভিজেছে। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে আরও একবার জঙ্গি সংগঠনগুলিকেই পাকিস্তান কাজে লাগাতে পারে বলে আশঙ্কা।
গোয়েন্দা বাহিনীর আরও আশঙ্কা, যে জঙ্গিরা আগেই কাশ্মীরে ঢুকে পড়েছে, তারাও বড়সড় কোনও হামলার ছক কষতে পারে। নিরাপত্তা বাহিনীর উপর হামলার আশঙ্কা বেশি থাকলেও, জম্মুতে সাধারণ নাগরিকের উপর জঙ্গিরা হামলা চালাতে পারে বলে ধারণা গোয়েন্দাদের।
একইসঙ্গে, পাকিস্তান বরাবর সীমান্তের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এদিন নিজের দফতরে দেশের শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রায় এক-ঘ্ণ্টা ধরে বৈঠক করেন রাজনাথ।
তাঁকে জানানো হয়, সীমান্তে যে কোনও হামলা বা অনুপ্রবেশের চেষ্টা করা হলে বা বিএসএফ ছাউনিতে হামলা করার চেষ্টা হলে বাহিনী যাতে প্রস্তুত থাকে, তার নির্দেশ দিয়েছেন রাজনাথ।
একইসঙ্গে, সীমান্ত-ঘেঁষা গ্রামগুলিতে বসবাসকারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেও বিএসএফ-কে নির্দেশ দিয়েছেন তিনি। পাক সীমান্ত ঘেঁষা পঞ্জাব ও জম্মু-কাশ্মীরের গ্রাম খালি করেও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের।
পাক সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরা যাতে সদা সতর্ক থাকেন, তার জন্য শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষি সহ শীর্ষ নিরাপত্তা সংক্রান্ত পদাধিকারীরা।
গতকালের সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পরই সীমান্তের ওপার থেকে পাল্টা হামলার আশঙ্কায় আগে থেকেই হাই-অ্যালার্ট জারি হয়েছে নিয়ন্ত্রণরেখা ও ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে।
স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বিএসএফ-কে নির্দেশ দেওয়া হয় নজরদারি আরও কঠোর করতে। একইসঙ্গে জম্মু, পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতে আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা ইউনিটগুলির শক্তি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাক-সীমান্তে যে কোনও সাধারণ নাগরিকের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অতিরিক্ত বাহিনীর দাবি করেছে বিএসএফ।
চণ্ডীগড়, অম্বালা, ভাটিন্ডা, আদমপুর লুধিয়ানা সহ পঞ্জাবের বিভিন্ন অঞ্চলে অ্যালার্ট জারি হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কায় ভাকরা বাঁধের নিরাপত্তা বাড়ানো হয়েছে। একইসঙ্গে, রাজ্যের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে তেল সংশোধনাগারগুলিরও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
পাকিস্তানের সঙ্গে ৫৫৩ কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত রয়েছে পঞ্জাবের। আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এমন ৬টি জেলা রয়েছে।
আন্তর্জাতিক-সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে প্রায় ১ হাজার গ্রাম থেকে বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ চলছে।
গুরুদ্বার, মন্দির এবং স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে গ্রামবাসীদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেনম ভিটে ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
উদ্বাস্তুদের জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। স্কুল ও বিবাহ অনুষ্ঠানের হলকে অস্থায়ী শিবিরে পরিণত করা হয়েছে।
জঙ্গি হামলার আশঙ্কা! দেশজুড়ে হাই অ্যালার্ট, সীমান্ত নিরাপত্তা বাড়ানোর নির্দেশ রাজনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2016 09:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -