পাম্পোরে হামলার পর উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক রাজনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2016 10:15 PM (IST)
নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর-সহ দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় আজ উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিংহের সঙ্গে বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ছিলেন ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)’ এবং ‘ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)’-র প্রধানরাও। প্রায় ঘণ্টা খানেক ধরে বৈঠক চলে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতির কথা জানানো হয়। পাশাপাশি, নিয়ন্ত্রণ রেখা ও ভারত-পাক সীমান্ত সংলগ্ন এলাকার পরিস্থিতি এবং সীমান্ত পেরিয়ে জঙ্গিরা যাতে দেশে ঢুকতে না পারে, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে কথাও জানানো হয় কেন্দ্রীয় মন্ত্রীদের। উৎসবের মরসুমে দেশ জুড়ে নিরাপত্তার কী বাড়তি ব্যবস্থা করা হয়েছে, সে প্রসঙ্গও ওঠে বৈঠকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -