বেঙ্গালুরু: কংগ্রেস সরকার কর্নাটকে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। বেঙ্গালুরুতে এই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সিদ্দারামাইয়া সরকার মুসলিমদের চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের লোভ দেখিয়ে বোকা বানাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।


অল্পদিন আগে রাজ্যে খুন হয়েছেন পরেশ মেসতা নামে ১৮ বছরের এক সদ্য তরুণ। তাঁর ও সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যা প্রসঙ্গ তুলে রাজনাথ প্রশ্ন করেন, এই সব ঘটনার অপরাধীদের শাস্তি নিতে কী কী ব্যবস্থা নিয়েছে সিদ্দারামাইয়া সরকার। তাঁর প্রতিশ্রুতি, কর্নাটকে বিজেপি ক্ষমতায় এলে দুই ঘটনারই দোষীরা শাস্তি পাবে, বিজেপি কারও পিঠ বাঁচাবে না। গৌরী হত্যার সব দিক থেকে তদন্ত হবে, অপরাধীরা ধরা পড়বে অবশ্যই।

কর্নাটক বিধানসভা ভোট প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি লড়বে জানিয়ে রাজনাথ অভিযোগ করেন, কর্নাটকে মানুষকে সম্প্রদায়গতভাবে ভেঙে ফেলার চেষ্টা করছে কংগ্রেস। সংবিধানে কোনও ব্যবস্থা না থাকলেও মুসলমানদের বেআইনিভাবে সংরক্ষণ দিচ্ছে তারা। তারপর তা আদালতে খারিজ হয়ে যাচ্ছে।

রাহুল গাঁধী কংগ্রেসের সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি তাঁকে প্রশ্ন করতে চান, দেশে যে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও মাওবাদের আগুন জ্বলেছে, তা কি বিজেপির নীতির ফলে? কাশ্মীরে যে আগুন জ্বলছে তাও কি বিজেপির নীতির ফলে? যদি কোনও দল আগুন লাগিয়ে ক্ষমতা দখল করে সে কংগ্রেস। বিজেপি সেই আগুন নেভানোর চেষ্টা করছে।