আমরোহা: যদি অখিলেশ যাদব সরকার সত্যি সত্যিই মথুরা হিংসার উৎসের খোঁজ করতে চায়, তবে সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রকে লিখুক তারা। রবিবার এভাবেই মথুরা কাণ্ডের পিছনে বড়সড় চক্রান্তের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। উত্তরপ্রদেশের আমরোহা জেলায় এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মথুরায় যা ঘটেছে, তা কোনও ছোট ঘটনা নয়। রাজ্য সরকার চাইলে কেন্দ্র এখনই সিবিআই তদন্তে রাজি।
তাঁর কথায়, এমন ঘটনা কী করে ঘটল, সেটাই আশ্চর্যের। উত্তরপ্রদেশে যে কী চলছে, কিছুই বোঝা যাচ্ছে না। সম্ভবত ভেতরে আরও বড় কিছু রয়েছে। আর গোপন ব্যাপার প্রকাশ্যে আসা অবশ্যই উচিত। যে জায়গায় জমি দখল নিয়ে এত কাণ্ড, সেই জওহরবাগে অবশ্য পুলিশি তল্লাশি এখনও চলছে। পুলিশ ও দখলদারদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯। দখলদারদের বিরুদ্ধে পুলিশ ৪৫টি মামলা জারি করেছে।
এর আগে মথুরা কাণ্ডে উত্তরপ্রদেশের পূর্তমন্ত্রী শিবপাল সিংহ যাদবের যোগসাজসের অভিযোগ ঘিরে জমে ওঠে কংগ্রেস- বিজেপি তরজা। বিজেপি সভাপতি অমিত সাহ অভিযোগ করেন, শিবপালের মথুরা হিংসায় হাত রয়েছে, তাঁর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জবাবে কংগ্রেস প্রশ্ন করেছে, হরিয়ানায় এত বড় জাঠ বিক্ষোভ চলা সত্ত্বেও বিজেপির মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে না কেন।
মথুরার ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে, রাজ্য সরকার চাইলে সিবিআই তদন্ত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jun 2016 01:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -