কাশ্মীরীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশ রাজনাথের
ABP Ananda, web desk | 21 Apr 2017 11:54 AM (IST)
নয়াদিল্লি: দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী কাশ্মীরীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ কাশ্মীরীদের নিগ্রহের যে অভিযোগ উঠেছে তার নিন্দা করেছেন। তিনি বলেছেন, কাশ্মীরীরাও অন্যান্য ভারতীয়র মতোই। তাঁদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে সবকটি রাজ্যকে নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজনাথ বলেছেন, কয়েকটি জায়গায় কাশ্মীরীদের হেনস্থার কয়েকটি ঘটনা তিনি জানতে পেরেছেন। কাশ্মীরীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, উপত্যকায় সাম্প্রতিক পাথর ছোঁড়া ও এক নিরাপত্তা কর্মীকে হেনস্থার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজস্থান ও উত্তরপ্রদেশে কাশ্মীরী পড়ুয়াদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে রাজনাথ ওই মন্তব্য করেছেন।