নয়াদিল্লি: কিউবার বিপ্লবী নেতা তথা সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর অন্ত্যেষ্টিতে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে এক প্রতিনিধিদল আগামীকাল হাভানায় পৌঁছচ্ছে।
কেন্দ্রীয় সূত্রের খবর, কাস্ত্রোর অন্ত্যেষ্টিতে যোগ দিতে ভারত থেকে একটি রাজনৈতিক প্রতিনিধিদল কিউবার উদ্দেশে রওনা দেবে। ওই প্রতিনিধিদলে কংগ্রেস, সিপিএম, সিপিআই এবং সমাজবাদী পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকবেন।
জানা গিয়েছে, আগামীকাল ওই দল হাভানায় পৌঁছবে। ফিরবে বৃহস্পতিবার। প্রতিনিধিদলে কে কে থাকবেন, সেই নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্ততি সারছে প্রধানমন্ত্রীর দফতর। এই বিষয়ে সহায়তা নেওয়া হচ্ছে বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রকের।
এর আগে, সোমবার ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয় সংসদে। এদিন লোকসভা ও রাজ্যসভায় কিউবার বিপ্লবী নেতার স্মৃতিতে নীরবতা পালন করেন সাংসদরা। রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি বলেন, কম্যান্ডার ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
অন্যদিকে, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেন, ব্যক্তিগত ক্যারিশ্মা ও দৃঢ় ইচ্ছাশক্তির বলে কিউবায় ৪৭ বছর ধরে শাসন করেছেন কাস্ত্রো। ভারতের জন্য ফিদেল কাস্ত্রোর নিঃস্বার্থ সমর্থন এবং নির্জোট আন্দোলনে তাঁর ভূমিকাও প্রশংসিত হয় এদিন।
গত ২৫ নভেম্বর, ৯০ বছর বয়সে প্রয়াত হন ফিদেল কাস্ত্রো। তাঁর মৃত্যুতে ন’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বর্তমান প্রেসিডেন্ট তথা ফিদেলের ভাই রাউল কাস্ত্রো।
ফিদেলের শেষ ইচ্ছানুসারে শনিবার তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয়। প্রয়াত নেতার চিতাভস্ম বর্তমানে রাখা হয়েছে হাভানায়। সেখানে দুদিনের শোকসভা শেষে সেই ছাই বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে চারদিন ধরে ঘুরবে।
সব শেষে ফিদেলের চিতাভস্ম পৌঁছবে কিউবার দক্ষিণপূর্বে অবস্থিত স্যান্টিয়াগো শহরে। আগামী ৪ ডিসেম্বর সেখানেই সমাধিস্থ করা হবে ফিদেলের দেহাবশেষ।