নয়াদিল্লি: চলতি সপ্তাহে উত্তরাখণ্ডের ভারত-চিন সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন রাজনাথ সিংহ।


প্রসঙ্গত, ডোকালাম-ইস্যু পরবর্তী অধ্যায়ে এই প্রথম কেন্দ্রীয় সরকারের কোনও শীর্ষ নেতা চিন-সীমান্তে যাচ্ছেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চামোলি জেলার বারাহোটিতে ভারত-চিন সীমান্ত পুলিশ (আইটিবিপি) শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন রাজনাথ।


এর পাশাপাশি, সমুদ্রতল থেকে ১৪,৩১১ ফুট উচ্চতায় অবস্থিত বারাহোটি আউটপোস্টে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর রিমখিম (১২,৫০০ ফুট), মানা (১০,৫০০ ফুট) এবং আউলি (১০,২০০ ফুট) আউটপোস্টগুলি পরিদর্শন করবেন রাজনাথ।


স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, চিন-সীমান্তে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নমূলক কাজের অগ্রগতিও খতিয়ে দেখবেন তিনি। উল্লেখ্য, গত ২৫ জুলাই বারাহোটিতে ভারতীয় ভূখণ্ডের মধ্যে প্রায় ৮০০ মিটার ঢুকে পড়েছিল চিনা সেনা। সেখানে তারা কিছুক্ষণ কাটিয়ে ফিরে যায়।