জয়পুর: খুন হওয়া এক যুবতীর আধার তথ্য ব্যবহার করে খুনিকে ধরল রাজস্থানের নগৌর জেলার পুলিশ। ওই মহিলার দেহ এমনভাবে পুড়ে গিয়েছিল, তাঁকে শনাক্ত করা যাচ্ছিল না। কিন্তু আধারে থাকা আঙুলের ছাপের সাহায্যে নিহত যুবতীকে শনাক্ত করা হয়। এরপর সন্দেহভাজনদের জেরা শুরু হয়। ধরা পড়ে অভিযুক্ত।
নগৌরের পুলিশ সুপার অনিল পরিস দেশমুখ বলেছেন, ‘গত শুক্রবার মেরটা শহর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। দেহটি আংশিক পোড়া অবস্থায় ছিল। চেনা যাচ্ছিল না। একই দিনে পুষ্কর ও পালি থেকেও আরও দুই মহিলা নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া যায়। ওই তিন মহিলার বাবা-মাকে আধার কার্ড নিয়ে আসতে বলা হয়। মৃতদেহের আঙুলের ছাপ নিয়ে দেহ শনাক্ত করার চেষ্টা শুরু হয়। প্রথমে যন্ত্রে আঙুলের ছাপ পাওয়া যায়নি। এরপর আঙুল ধুয়ে ছাপ নেওয়া হয়। তখন খুন হওয়া যুবতীর পরিচয় জানা যায়।’
পুলিশ সূত্রে খবর, খুন হওয়া মহিলার পরিচয় জানার পর তদন্ত শুরু হয়। সন্দেহভাজনদের জেরা করে জানা যায়, দীপক লাল নামে এক ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে দু’বছর ধরে সম্পর্ক ছিল নিহত যুবতীর। সম্প্রতি সম্পর্কের অবনতি হয়। সেই কারণেই ওই যুবতীকে খুন করার সিদ্ধান্ত নেয় দীপক। সে ওই যুবতীকে এক নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহটি পুড়িয়ে দেয় দীপক। তাকে গ্রেফতার করা হয়েছে।
যুবতীর আধার তথ্য ব্যবহার করে খুনিকে ধরল রাজস্থান পুলিশ
Web Desk, ABP Ananda
Updated at:
02 Nov 2017 07:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -