নয়াদিল্লি: পাইলট সময়মতো না আসায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী পি অশোক গজপতি রাজু সহ প্রায় ১২৫ জন যাত্রীকে নিয়ে বিমান ছাড়তে বিলম্বের জেরে এয়ার ইন্ডিয়ার তিন কর্মী সাসপেন্ড হলেন। হুঁশিয়ারি দিয়ে কর্তৃপক্ষ চিঠি দিয়েছে সংশ্লিষ্ট পাইলটকেও।
গত বুধবার সকালে দিল্লি থেকে বিজয়ওয়াড়াগামী এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইট রওনা দিতে প্রায় ১৫ মিনিট দেরি হয়। যাত্রীরা দল বেঁধে বিক্ষোভ দেখান রাজুকে। তিনিও যাচ্ছিলেন বিজয়ওয়াড়ায়, বসেছিলেন বিজনেস ক্লাসে। তাঁর কাছে বিমান ছাড়ায় বিলম্বের কারণ জানতে চান তাঁরা। রাজু তখনই এয়ারলাইন্স সিকিউরিটির সঙ্গে যোগাযোগ করেন, দেরির কারণ জানতে চান নবনিযুক্ত এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ সিংহ খারোলার কাছে। তারপরই তিনজনকে সাসপেন্ড করা, বিমানচালককে কড়া চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের খবর, ক্ষুব্ধ খারোলা ঘটনাটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন। বিমান রওনা দিতে বিলম্বের পিছনে সমন্বয়ের অভাবই কারণ বলে শোনা যাচ্ছে। খারোলা আজই অপারেশনস ও শিডিউলিং সংক্রান্ত ডিরেক্টর সহ প্রথম সারির অফিসারদের বৈঠক ডেকেছেন।
খারোলা বিলগ্লিকরণ হতে চলা বিমান সংস্থার শীর্ষ পদে বসার কয়েকদিনের মধ্যেই ঘটল ঘটনাটি। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, তিনজনকে সাসপেন্ড করার পাশাপাশি ১৫ মিনিট দেরি করে রিপোর্ট করায় বিমানের ক্যাপ্টেনকে চিঠি ধরানো হয়েছে।