পুনে: কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে এনডিএ। এই অভিযোগে শাসক জোট ছাড়ল মহারাষ্ট্রের আঞ্চলিক দল স্বাভিমানী শেতকারি সংগঠন বা এসএসপি। কেন্দ্র ও মহারাষ্ট্র- উভয় জায়গাতেই এনডিএর সঙ্গে সম্পর্ক ছেদ করেছে তারা।
পুনেতে দলের রাজ্য পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই দলের সাংসদ একজনই, রাজু শেট্টি। রাজ্যে কোনও বিধায়কও নেই। ফলে এর জেরে কেন্দ্র বা রাজ্য কোনও সরকারেরই কোনও ক্ষতির সম্ভাবনা নেই।
শেট্টি বলেছেন, ২০১৪-র ভোটের আগে তাঁরা এনডিএকে সমর্থন করেছিলেন, কারণ তারা বলেছিল, শস্যের ন্যূনতম মূল্যের প্রতিশ্রুতি দিয়েছিল তারা। গত ৩ বছরে এই প্রতিশ্রুতি রক্ষায় তারা ব্যর্থ হয়েছে, কৃষিঋণও পুরোপুরি মকুব করেনি। তাই তাঁরা জোট ছাড়ছেন।
এনডিএকে সমর্থন করে এসএসপি বিরাট ভুল করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সব রাজনৈতিক দলের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে শুধু কৃষকদের ইস্যু নিয়েই এসএসপি কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
কৃষক ইস্যুতে এনডিএ ছাড়ল মহারাষ্ট্রের দল এসএসপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2017 08:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -