লখনউ: উত্তরপ্রদেশে রাজ্য রানি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনার পিছনে অন্তর্ঘাত রয়েছে বলে ইঙ্গিত দিল রেল। লাইনে যে গলদ ছিল, সেটা হঠাৎ করে হয়নি। ইচ্ছাকৃতভাবে রেল লাইনের ক্ষতি করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান। ফলে অন্তর্ঘাতের আশঙ্কা রয়েই যাচ্ছে।
রেল মন্ত্রক সূত্রে খবর, আলট্রানসিক ফ্ল ডিটেক্টরের মাধ্যমে গত ২৭ ফেব্রুয়ারি এই রেল লাইন পরীক্ষা করা হয়। তখন কোনও গোলমাল ধরা পড়েনি। কিন্তু আজ দেখা গিয়েছে, তিন ফুট রেল লাইন উধাও হয়ে গিয়েছে। ফলে বাইরের কেউ রেল লাইনের ক্ষতি করেছে বলেই মনে হচ্ছে। প্রতি দু মাস অন্তর রেল লাইন পরীক্ষা করা হয়। এ মাসের ২৭ তারিখ ফের এই লাইন পরীক্ষা করার কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনার দুটি কারণ থাকতে পারে। হয় লাইন রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয়নি, অথবা অন্তর্ঘাত হয়েছে। রাজ্য রানি এক্সপ্রেস যাওয়ার আগে ওই লাইন দিয়েই পাঁচটি ট্রেন গিয়েছে। সেই ট্রেনগুলির লোকো পাইলটরা কোনও অস্বাভাবিক ঘটনার কথা জানাননি। ফলে অন্তর্ঘাতের তত্ত্বই জোরাল হচ্ছে। তবে তদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে।
আজ সকালে রামপুরের কাছে মেরঠ-লখনউ রাজ্য রানি এক্সপ্রেসের আটটি কামরা লাইনচ্যুত হয়। অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। রেলমন্ত্রী সুরেশ প্রভু ট্যুইট করে বলেছেন, তিনি নিজে এ বিষয়ে খোঁজ নিচ্ছেন। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। দ্রুত উদ্ধাকার্য ও পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অন্তর্ঘাতের প্রমাণ পাওয়া যায়, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরপ্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা: অন্তর্ঘাতের ইঙ্গিত দিল রেল
ABP Ananda, Web Desk
Updated at:
15 Apr 2017 11:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -