নয়াদিল্লি: মধ্যপ্রদেশে তিনটি রাজ্যসভা আসনের মধ্যে দুটি আসন দখলে রাখল বিজেপি। কংগ্রেস জিতেছে একটি আসনে। বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অধ্যাপক সুমের সিংহ সোলাঙ্কি জয়ী হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহ। এই নিয়ে পরপর দুইবার মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হলেন দিগ্বিজয়। এছাড়াও লড়াইয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী তথা প্রবীণ দলিত নেতা ফুল সিংহ বারাইয়া। তিনি হেরে গিয়েছেন। মধ্যপ্রদেশ বিধানসভার সচিবালয়ের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই নির্বাচনে বিধানসভা চত্বরে ভোটগ্রহণ করা হয়। মোট ভোট পড়ে ২০৬ টি। দিগ্বিজয় সবচেয়ে বেশি ৫৭, জ্যোতিরাদিত্য ৫৬, সোলাঙ্কি ৫৫ এবং বারাইয়া ৩৬ ভোট পেয়েছেন।

আসলে মধ্যপ্রদেশ বিধানসভায় এখন কংগ্রেসের সদস্য সংখ্যা ৯২। এরমধ্যে ৫৪ জন বিধায়ককে প্রথম পছন্দের প্রার্থী দিগ্বিজয় সিংহকে ভোট দিতে বলা হয়েছিল। রাজ্য বিধানসভায় মোট আসন ২৩০। কিন্তু ২৪ আসন শূন্য হওয়ায় বর্তমান সদস্য সংখ্যা ২০৬। এরমধ্যে বিজেপির ১০৭, কংগ্রেসের ৯২, বিএসপি-র ২ ও সপা-র ১ এবং চার নির্দল বিধায়ক। এই পরিস্থিতিতে রাজ্যসভা নির্বাচনে জয়ের জন্য কোনও প্রার্থীর ৫২ ভোটের প্রয়োজন ছিল।

ঝাড়খণ্ডে রাজ্যসভার নির্বাচনে জেএমএম ও বিজেপি একটি করে আসনে জয়ী হয়েছে। জেএমএমের শিবু সোরেনের পক্ষে পড়ে ৩০ ভোট, বিজেপি প্রার্থী দীপক প্রকাশের পক্ষে পড়ে ৩১ ভোট। কংগ্রেস প্রার্থী ১৮ ভোট পেয়ে হেরে গিয়েছেন।
অন্ধ্রপ্রদেশের চারটি রাজ্যসভা আসনেই জয়ী ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস।
রাজস্থানে রাজ্যসভার তিন আসনে ভোট হয়। দুই আসনে কংগ্রেস জিতেছে। একটি আসনে জিতেছে বিজেপি।