লখনউ: সংঘবদ্ধ বিরোধী জোটের মোকাবিলা করতে রাজ্যসভা ভোটে ১ জন অতিরিক্ত প্রার্থী দাঁড় করাল বিজেপি। ফলে উত্তর প্রদেশে তাদের লড়াই সরাসরি হবে সমাজবাদী পার্টি ও কংগ্রেস সমর্থিত বহুজন সমাজ পার্টি প্রার্থীর সঙ্গে। উত্তর প্রদেশে রাজ্যসভায় আসন খালি হয়েছে ১০টি। বিজেপি এখানে ১১ জন প্রার্থী দাঁড় করিয়েছে।
৩২৪ বিধায়কের উত্তর প্রদেশ বিধানসভায় বিজেপি ও তার সহযোগীদের কাছে ২৮টি অতিরিক্ত ভোট আছে। রাজ্য বিজেপি বলেছে, সেই ভোটগুলি তারা নষ্ট হতে দিতে পারে না, তাই এই অতিরিক্ত প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত।
গতকাল ছিল রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল পর্যন্ত ৮ জন বিজেপি প্রার্থী রাজ্যসভার জন্য তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এরপর দল দুই সাধারণ সচিব বিদ্যাসাগর সোনকার ও সলিল বিশনইকে মনোনয়ন দিতে বলে, একই নির্দেশ দেওয়া হয় গাজিয়াবাদের ব্যবসায়ী অনিল আগরওয়ালকে। ৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার আধঘণ্টাটাক বাদে এই তিনজন জমা দেন তাঁদের মনোনয়নপত্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও উত্তর প্রদেশ থেকে রাজ্যসভায় যাওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিরোধীরাও সম্ভবত আগে থেকে বুঝে ফেলে বিজেপির চাল। বিজেপি প্রার্থীরা মনোনয়ন দেওয়ার মিনিটকয়েক আগে এসপি, কংগ্রেস ও আরএলডি চিঠি দিয়ে জানিয়ে দেয় তারা বিএসপি প্রার্থী ভীমরাও আম্বেডকরকে সমর্থন করবে। যদি বিজেপি ৮ জনের বেশি প্রার্থী না দিত, তবে দশম আসনের জন্য ভোটের দরকার পড়ত না, এসপি, কংগ্রেসের সমর্থন ছাড়াই জিতে যেতেন বিএসপি প্রার্থী।
রাজ্যসভা ভোট: উত্তর প্রদেশে ১০টি আসনের জন্য ১১জনকে প্রার্থী করল বিজেপি
ABP Ananda, Web Desk
Updated at:
13 Mar 2018 10:47 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -